যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াসের দাফন সম্পন্ন

যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াসের দাফন সম্পন্ন

প্রথম নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোহাম্মাদ ইলিয়াসের দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার মিয়া মোহাম্মদ ইলিয়াসের নামাজে জানাজায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাজারও মানুষের উপস্থিতি সম্পন্ন হয়। এ সময়ে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, মিয়া মোহাম্মদ ইলিয়াসের নামাজে জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমান করে ইলিয়াস ভালো মানুষ ছিলেন। আল্লাহ ইলিয়াস কে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করুন ।

এর পরে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মিয়া মোহাম্মদ ইলিয়াসের  পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এবং শোক সন্তাপ্ত পরিবারকে সমবেদনা জানান।