যুবদল কর্মীর মৃত্যু: আদালতে মামলার আবেদন, আদেশ ১০ অক্টোবর

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে শুনানির দিন ধার্য করেন। আদালতের পেশকার ইমরান হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদল কর্মীর মৃত্যু: আদালতে মামলার আবেদন, আদেশ ১০ অক্টোবর

প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর আমলী আদালতে মামলার আবেদন দায়ের হয়েছে। এ ব্যাপারে আগামী ১০ অক্টোবর আদেশ দেবেন বিচারক।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে শুনানির দিন ধার্য করেন। আদালতের পেশকার ইমরান হালদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নম্বর ১-এ কেন্দ্রীয় বিএনপি'র মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে ৩৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

মামলায় মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ ৯ জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে। এছাড়া ৪০/৫০ জন নাম না জানা পুলিশ সদস্য ও আরো ২০০ হতে ৩০০ জন সিভিল পোশাক পরিহিত অস্ত্রধারী উল্লে¬খ করে মোট ৩৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।

দায়ের করা আবেদনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব, মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান, সদর থানা এসআই মো. ফরিদ উদ্দিন, মো, আরিফুর রহমান, সুকান্ত বাউল, এএসআই নকুল চদ্র ধর, অজিত চদ্র বিশ্বাস ও মটু বৈদ্য। 

বাদী পক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে শাওন নিহত হয়েছে। এ ঘটনায় আমরা আদালতে মামলার আবেদন করেছি। আদালত জানিয়েছে পরে মামলার আদেশ দিবেন। মামলার বাদী সালাউদ্দিন খান বলন, ‘আদালতে আবেদন করা হয়েছে। আদালতের আদেশের অপক্ষায় আছি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom