যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে দুটি বিদেশি পিস্তলসহ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে দুটি বিদেশি পিস্তলসহ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় রতন খন্দকারসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো. দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ৮ মে) দুপুরে ডিএনসির দক্ষিণের মতিঝিল সার্কেল ইন্সপেক্টর মো. মিজানুর রহমান ও উপ-পরিদর্শক মো. তাজবীর আহমেদের নেতৃত্বে যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তথ্য ছিল গ্রেপ্তারকৃত রতনের কাছে বিপুল পরিমাণ ইয়াবা আছে। পরে তাকে তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গোলাবারুদসহ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের বিষয় পরে বিস্তারিত ব্রিফ করা হবে।
আজ সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার বিভাগীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল।