মেয়েদের খেলা দেখতে বার্সার মাঠে দর্শকের ঢল
প্রথম নিউজ, ডেস্ক : বার্সেলোনা নারী দল কয়েক দিন আগেই রিয়াল মাদ্রিদকে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে উড়িয়ে দিয়েছিল ৫-২ গোলে। বার্সার মেয়েদের সেই খেলা দেখতে বার্সার মাঠে রীতিমতো দর্শকের ঢলই নেমে এসেছিল সেদিন। তার সপ্তাহ না ঘুরতেই অ্যালেক্সিয়া পুতেয়াসদের আরও এক ম্যাচের টিকিট ছেড়েছে কাতালান ক্লাবটি। ২৪ ঘণ্টার ব্যবধানে বিক্রি হয়ে গেছে সেই ম্যাচের সব টিকিটও।
আগামী ২২ এপ্রিল ন্যু ক্যাম্পে নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ভলফসবুর্গের মুখোমুখি হবে বার্সা। গত সোমবার বিকেলে সেই ম্যাচের টিকিটই বিক্রি শুরু করেছিল বার্সেলোনা। তার ঠিক ২৪ ঘণ্টা পরই ঘোষণা এল, সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেই।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচে বার্সেলোনার মাঠে রেকর্ড ৯১,৫৫৩ জন দর্শক এসেছিলেন মাঠে। সেই রেকর্ডটাই বিশ দিনের ব্যবধানে ভাঙার হাতছানি এখন কাতালান দর্শকদের সামনে। আনুষ্ঠানিকভাবে ন্যু ক্যাম্পের আসনসংখ্যা ৯৯৩৫৪। আর তাই ধারণা করা হচ্ছে, ভলফসবুর্গের বিপক্ষেই সেই রেকর্ডটা ভেঙে যেতে পারে আবারও।
কোয়ার্টার ফাইনালেও অবশ্য সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে বার্সেলোনার সেই ম্যাচে সব টিকিটধারী দর্শক আসতে পারেননি, কারণ সেই ম্যাচের সময় ঘোষণার আগেই টিকিট বিক্রি হয়ে গিয়েছিল সব। তার ওপর সেই দিনে বৃষ্টিও দর্শক কম আসার পেছনে অবদান রেখেছিল।
এবারও অবশ্য সেই ম্যাচের মতোই খেলাটা শুরু হবে একটু আগেভাগে। সে কারণে দর্শক কমলেও কমতে পারে ভলফসবুর্গের বিপক্ষে সেই ম্যাচে। তবে আবহাওয়া ভালো থাকলে অবশ্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচের চেয়ে বেশি উপস্থিতি আশা করতেই পারে বার্সেলোনা কর্তৃপক্ষ।
ভলফসবুর্গের বিপক্ষে ফিরতি লেগের লড়াইটা হবে ৩০ এপ্রিল। সে বাধা উতরে গেলে দলটি আগামী ২১ মে তুরিনে লিওঁ বা পিএসজির মুখোমুখি হবে শিরোপা ধরে রাখার চূড়ান্ত লড়াইয়ে।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী দলটি বার্সেলোনা। গেল মৌসুমে দলটি জিতেছিল ট্রেবল। লা লিগার সঙ্গে জিতেছিল কোপা দেলা রেইনাও। সেই কীর্তির হাতছানি চলতই মৌসুমেও আছে দলটির। তবে বার্সেলোনা এবার একটা শিরোপা বেশিও জিততে পারে। স্প্যানিশ সুপার কাপের শিরোপাটা জিতেছেন পুতেয়াসরা, জিতেছেন প্রিমেরা ডিভিশনও। ফলে কোপা দেলা রেইনা ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই প্রথম নারী দল হিসেবে এক মৌসুমে সবচেয়ে বেশি শিরোপাজয়ের রেকর্ডটা গড়ে ফেলবে দলটি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews