মহেশপুর পৌরসভার কোটি টাকা বিল বকেয়া, সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন
গত ২০ বছরে মহেশপুর পৌরসভার সড়ক বাতিসহ নানা খাতে দুই কোটি ৮০ লাখ টাকার বিল বকেয়া পড়ে। বকেয়ার কারণে গত ৭ সেপ্টেম্বর ওজোপাডিকোর পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধের নোটিশ দেওয়া হয়।
প্রথম নিউজ, ঝিনাইদহ: দুই কোটি ৮০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মহেশপুর পৌরসভায় সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। ফলে সন্ধ্যা নামলেই ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হচ্ছে বিভিন্ন সড়কে। চলতি মাসের ১৮ তারিখ থেকে এমন পরিস্থিতি বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ বছরে মহেশপুর পৌরসভার সড়ক বাতিসহ নানা খাতে দুই কোটি ৮০ লাখ টাকার বিল বকেয়া পড়ে। বকেয়ার কারণে গত ৭ সেপ্টেম্বর ওজোপাডিকোর পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধের নোটিশ দেওয়া হয়। কিন্তু পৌরসভা কোনো পদক্ষেপ না নেওয়ায় ১৮ সেপ্টেম্বর থেকে সব সড়কে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সূত্র আরও জানা যায়, বর্তমান মেয়র বিদ্যুৎ বিলের বকেয়া মাথায় নিয়ে দ্বিতীয় বারের দায়িত্ব নেন। এরপর থেকে মাঝে মধ্যে আংশিক বিল পরিশোধ করেছেন।
এ বিষয়ে মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান জানান, বকেয়া বিল মাথায় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছি। তবে কয়েক ধাপে বিদ্যুৎ বিল আংশিক পরিশোধ করেছি। পৌরসভার আয় কম থাকায় একবারে এতো টাকার পরিশোধ করা সম্ভব না।
ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী সেকেন্দার হাসান জাহাঙ্গীর জানান, ওপরের নির্দেশে পৌর সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিল পরিশোধে পৌরসভা কোনো পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত সংযোগ বন্ধ থাকবে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, সড়ক বাতি বন্ধ থাকায় পৌর এলাকার বিভিন্ন সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews