মোহাম্মদপুরে মৌমিতা পরিবহনের বাসে আগুন
মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাজি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ছিল। এসময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নির্বাপন করেন।
তবে কারা, কীভাবে আগুন লাগিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে গত মঙ্গল ও বুধবারও ঢাকায় বেশ কিছু গণপরিবহণে অগ্নিসংযোগ করা হয়েছে।