মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
প্রথম নিউজ, ঢাকা : মালয়েশিয়ার কুয়ালালামপুর ভ্রমণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (৭ জুলাই) দুপুরে তিনি দেশে ফেরেন।সফরকালে তিনি মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তান সেরি দাতো ড. জোহারি বিন আব্দুলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো. জসিম উদ্দিনও দেশে ফিরেছেন।