মেয়াদোত্তীর্ণ ওষুধ-কিট : ডগমা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
বাড্ডায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের খোঁজে অভিযান
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার ডগমা হাসপাতাল লিমিটেডকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও কিট রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
অভিযানে দেখা যায়, হাসপাতালটির ল্যাবে কয়েক মাস পুরনো কিট পাওয়া যায়। যেগুলো দিয়ে রোগীদের ইউরিন টেস্ট করা হতো। এছাড়া হাসপাতালটির নিজস্ব ফার্মেসিতে কয়েক ধরনের ওষুধের মেয়াদ উত্তীর্ণ ছিল। পরে ভোক্তা-অধিকারের আইনে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তার।
অন্যদিকে অভিযানে হাসপাতালটির লাইসেন্স চেক করা হয়। হাসপাতালটি অনুমোদিত বলে সাংবাদিকদের জানান অধিদপ্তরের সহ-পরিচালক ফাহমিনা আক্তার। গত বৃহস্পতিবার (২৬ মে) দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, এ সময়ের পর নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews