ভেঙে ফেলা হচ্ছে গুলশান পৌরসভার অফিস

ভবনটি গুলশান পৌরসভার ভবন ব্যবহৃত হতো। এটি ১৮৮২ সালে ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের সঙ্গে যুক্ত হয়। 

ভেঙে ফেলা হচ্ছে গুলশান পৌরসভার অফিস

প্রথম নিউজ, ঢাকা: ভেঙে ফেলা হচ্ছে স্মৃতি বিজড়িত গুলশান পৌরসভার অফিস। এটি রাজধানীর গুলশান -২ এর ৯০ নম্বর রোডে অবস্থিত। আজ বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায় এখানে ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা গেছে, এই ভবনটি ভেঙে সেখানে ডিএনসিসি-র মেয়রের বাসভবন নির্মাণ করা হতে পারে।  জানা যায়, ভবনটি গুলশান পৌরসভার ভবন ব্যবহৃত হতো। এটি ১৮৮২ সালে ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের সঙ্গে যুক্ত হয়। 

সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা ১৯৮৫ সালে ভবনটি ৯ নং জোনে হিসেবে ব্যবহার করা হতো। ২০১১ ঢাকাকে দুই করপোরেশনে বিভক্তির পর ঢাকা উত্তর সিটির ৩ নম্বর জোন। পরে রাজস্ব ও আইন কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহার হতো। সম্প্রতি দু’টি বিভাগকে গুলশানের ৪৬ নম্বর রোডের প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলায় স্থানান্তর করা হয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom