মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম নিউজ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকা ও বেজগাঁও যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমগীর আলম (৩৮) ও মো. সুমন (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় বাইসাইকেল আরোহী আলমগীর আলম নিহত হন। তিনি  পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।  পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান জানান, আলমের পরিবার হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছ থেকে লাশটি নিয়ে এসেছেন। 

অপরদিকে দুপুর ১টার দিকে একই মহাসড়কের উপজেলার বেজগাঁও যাত্রী ছাউনির সামনে দুই বাসের সংঘর্ষে মো. সুমন (১৫) নিহত হয় এবং ১০ যাত্রী আহত হন।  সুমন ঢাকার আমিন বাজার এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে। 

হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. জহুরুল বলেন, সড়ক থেকে বাস দুটি সরানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom