মুনাফা কমেছে আর্থিক খাতের তিন কোম্পানির

 মুনাফা কমেছে আর্থিক খাতের তিন কোম্পানির

প্রথম নিউজ, ঢাকা : চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের তিন প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। 

সোমবার (৩১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, প্রতিষ্ঠান তিনটির গত এপ্রিল থেকে ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এগুলো হচ্ছে-

আইডিএলসি ফাইন্যান্স:

আর্থিক খাতের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। যা গত বছর একই সময়ে ১ টাকা ০৫ পয়সা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয় কমেছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ২ টাকা ২১ পয়সা।

ফলে ৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৮০ পয়সা। যা ২০২২ সালে ছিল ৪৩ টাকা ৫৬ পয়সা।

ডিবিএইচ ফাইন্যান্স:

দ্বিতীয় প্রান্তিকে ডিবিএইচের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। যা গত বছর একই সময়ে ১ টাকা ২০ পয়সা ছিল।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ৫ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয় কমেছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। যা ২০২২ সালে ছিল ২ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ মুনাফা কমেছে।

৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪১ টাকা ১৯ পয়সা। যা ২০২২ সালে ছিল ৪০ টাকা ২০ পয়সা।

বিডি ফাইন্যান্স:

এপ্রিল থেকে জুন সময়ে আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। যা গত বছর একই সময়ে ৩৮ পয়সা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে আশঙ্কাজনক হারে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির আয় কমেছে। জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ৭৮ পয়সা। অর্থাৎ মুনাফা কমেছে তিন ভাগের দুই ভাগ।

মুনাফা কমার ৩০ জুন ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৬৫ পয়সা।