মাধুরীর জ্যোতিষী ছিলেন আমির
ছবির সেটেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। শুটিংয়ের মধ্যে মাধুরীর সঙ্গে মজা করতেন আমির।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ‘দিল’ ছবি দিয়ে আমির খান ও মাধুরীর এক সঙ্গে কাজ করা। ছবির সেটেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। শুটিংয়ের মধ্যে মাধুরীর সঙ্গে মজা করতেন আমির। নায়িকাকে আমির জানান, তিনি নাকি হাতের রেখা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। মাধুরীও হাত বাড়িয়ে দেন। মজার ছলে হাতে থুথু দেন আমির; আর এই কারণেই ‘পারফেকশনিস্টের’ সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। -খবর আনন্দবাজারের।
আমিরও নিখুঁতভাবে মাধুরীর হাতের রেখা পর্যবেক্ষণ করতে শুরু করেন। অভিনেতা মাধুরীকে বলেন, ‘তুমি খুব নরম মনের মানুষ। খুব সহজে অনুভূতিপ্রবণ হয়ে পড়।’ আমির আরও বলেন, ‘লোকে তোমাকে যা বলে, তুমি তাই বিশ্বাস করে নাও। যেমন আমি তোমাকে এখন বোকা বানিয়ে চলেছি আর তুমি আমার কথা বিশ্বাস করে যাচ্ছ।’ এই বলেই মাধুরীর হাতে থুতু ফেলে দেন আমির।
‘দিল’ ছবি মুক্তি পাওয়ার পর একই বছর ‘দিওয়ানা মুঝসা নেহি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। কিন্তু তার পর আর কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করেননি।
বলিপাড়ার একাংশের দাবি, মাধুরীর হাতে থুতু ফেলে দিয়েছিলেন বলেই আমিরের সঙ্গে আর কাজ করতে চাননি অভিনেত্রী।