মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় মিলনের মৃত্যুদণ্ড বহাল
প্রথম নিউজ, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে স্কুলছাত্রী নিতু মন্ডল হত্যা মামলায় একমাত্র আসামি মিলন মন্ডলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, মিলন জঘন্য অপরাধ করেছেন। তার অনুকম্পা পাওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শামীম খান, ফারহানা রুনা।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, আজকের রায়ে আমরা সন্তুষ্ট। এখন রায় কার্যকরের অপেক্ষায় থাকবো।
এর আগে ২০১৭ সালের ২১ আগস্ট মাদারীপুরে কালকিনিতে স্কুলছাত্রী নিতু মন্ডল হত্যা মামলায় একমাত্র আসামি মিলন মন্ডলের মৃত্যুদণ্ড দেন আদালত। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফউদ্দিন আহমেদ এ রায় দেন।
পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামি মিলন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিলন মন্ডল নবগ্রাম আলিসার কান্দি গ্রামের বিরেন মন্ডলের ছেলে। নিহত নিতু মন্ডল ডাসারের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর নিতু মন্ডল স্কুলে যাওয়ার সময় একটি নির্জন বাঁশ বাগানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে একই গ্রামের মিলন মন্ডল। গুরুতর আহত অবস্থায় নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। এ ঘটনায় ওই দিনই ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা নির্মল মন্ডল।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ মামলার একমাত্র আসামি মিলন মন্ডলকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন বিচারক।