মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোরে মাদারীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, মাদারীপুর: মাদারীপুরে সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মান্নান মোল্লা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোরে মাদারীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মান্নান মোল্যা মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পশ্চিম পেয়ারপুর এলাকার মান্নান মোল্লা। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শিহাব চৌধুরী ওই রোগীর চিকিৎসা দেন। দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই রোগীর ব্যথা কমানোর জন্য তার শরীরে ঘুমের ইনজেকশন পুশ করেন সদর হাসপাতালের সেবিকা কেয়া আক্তার। ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পরেই রোগীর খারাপ লাগা শুরু করলে ঘুমিয়ে পড়েন তিনি এবং সেই অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মোহাম্মদ আলী মোল্যা বলেন, আমার বাবার অনেক পেট ব্যথা ছিল। হাসপাতালে ভর্তির সময় ডা. শিহাব তার চিকিৎসা দেন। পরে ভোরে বাবার পেটে আবার অনেক ব্যথা হলে নার্সকে ডেকে আনি। নার্স ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পর বাবা আরও বেশি অসুস্থ হয়ে মারা যান। ডাক্তারের ভুল চিকিৎসায় আমার বাবা মারা গেছেন। আমি এ ঘটনার বিচার চাই।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিহাব চৌধুরী বলেন, ঐ রোগীর ব্যথা কমানোর জন্য ইনজেকশন দেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। এখানে কোনো ভুল চিকিৎসা হয়নি। তারা না বুঝেই মিথ্যে অভিযোগ করছেন।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনির আহম্মদ খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে ডাক্তারের গাফলতির সত্যতা পাওয়া গেলে ঐ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা এই ঘটনাটি জেনেছি। ভুক্তভোগী পরিবার এখনও কিছু জানায়নি। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।