মাদক মামলায় নারীর যাবজ্জীবন
প্রথম নিউজ, ডেস্ক : গাইবান্ধায় মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামে এক নারীর যাবজ্জীবন ও রুবেল মিয়ার নামে এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহানাজ বেগম সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া সদরের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসে পৌর শহর থেকে ৮০ গ্রাম হিরোইন ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আজ এই রায় দেন বিচারক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: