মতি প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৫০ লাখ টাকার মালামাল

সোমবার (১৭ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকাল সোয়া ৩টার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ের মতি প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মতি প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৫০ লাখ টাকার মালামাল

প্রথম নিউজ, রংপুর: রংপুর নগরীর মতি প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরইমধ্যে আগুনে ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। সোমবার (১৭ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকাল সোয়া ৩টার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ের মতি প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, বিকালে মতি প্লাজা মার্কেটের পেছনের একটি ফোমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের দোতলায় ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। আগুন লাগার পর দোকানিরা কিছু মালামাল সরিয়ে নেন। তবে অনেকে মালামাল সরাতে পারেননি। মার্কেটের দোতলায় গার্মেন্টস সামগ্রী ও কাপড়ের দোকান থাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

রংপুর-আগুন.৩jpgফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

প্রত্যক্ষদর্শী মতি প্লাজা মার্কেটের ব্যবসায়ী লাকী আখতার বলেন, ‘মার্কেটের পেছনের ফোমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরইমধ্যে ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে।’  মার্কেটের আরেক ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে কিছু মালামাল সরিয়ে এনেছি। তবে আমার দোকানের অর্ধেক মালামাল পুড়ে গেছে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, মতি প্লাজা মার্কেটের পেছনের ফোমের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সহযোগিতা করেছি আমরা। সেইসঙ্গে কোনও মালামাল কেউ যাতে লুট করতে না পারে, সেটি নিশ্চিত করা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হবে।’  আগুন লাগার পর দোকানিরা কিছু মালামাল সরিয়ে নেন।

রংপুর-আগুন.২jpg

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুল হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।’  

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ। তিনি বলেন, ‘মার্কেটগুলোতে কীভাবে আগুন লাগছে, তার দিকে খেয়াল রাখতে ব্যবসায়ীদের বলেছি আমরা। একইসঙ্গে পুলিশকে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে আমাদের জানিয়েছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখবো আমরা।’