কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রামে ট্রেনের শিডিউল বিপর্যয়

দুর্ঘটনার পর সোমবার ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ঈদযাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রামে ট্রেনের শিডিউল বিপর্যয়

প্রথম নিউজ, চট্টগ্রাম: কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার চট্টগ্রামে ট্রেনের শিডিউলে কিছুটা বিপর্যয় ঘটেছে। সোমবার দুইটি ট্রেন অনেকটা দেরিতে ছেড়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। দুর্ঘটনার পর সোমবার ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ঈদযাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

যাত্রীরা জানান, তীব্র দাবদাহ থেকে বাঁচতে সকালের শিডিউলে ট্রেনের টিকিট কাটেন। কিন্তু কিছুটা শিডিউল বিপর্যয়ের কারণে নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে যেতে পারেনি। কয়েক ঘণ্টা দেরিতে ট্রেন ছেড়েছে।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, পাঁচটি ট্রেনের মধ্যে তিনটি নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশন ছেড়েছে। দুটি ট্রেন দেরিতে আসায় দেরিতেই ছেড়েছে। এর মধ্যে পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রামে আসতে দেরি করেছে। এজন্য চট্টগ্রাম থেকে দেরিতে ছাড়তে হয়েছে। আশা করি আগামীকাল থেকে শিডিউল ঠিক হয়ে যাবে।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এ দুর্ঘটনায় যাত্রীবাহী রেলের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় অর্ধশত যাত্রী আহত হন।