মেডিক্যাল ভর্তি পরীক্ষা আজ

মেডিক্যাল ভর্তি পরীক্ষা আজ

প্রথম নিউজ, অনলাইন:   সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
 

জানা গেছে, সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু।
মেডিক্যালে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।

এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীরা প্রবেশপত্র, কালো রঙের বলপয়েন্ট কলম ছাড়া অন্য কোনো ধরনের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না। কেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায় এবং বন্ধ হবে সকাল সাড়ে ৯টায়।
সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা হলে পৌঁছানো নিশ্চিত করতে প্রয়োজনীয় সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।