মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে ধোঁয়াশা

 ১০ এর গুণিতক ঠিক রাখতে হলে ভাড়া বাড়বে।

মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে ধোঁয়াশা

প্রথম নিউজ, অনলাইন: মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গতকাল শেষ হয়েছে ভ্যাট(মূল্য সংযোজন কর) মওকুফের সময়সীমা। জাতীয় রাজস্ব বোর্ড  সূত্রের ভাষ্যমতে, নতুন সিদ্ধান্ত না হওয়ায় সোমবার নতুন অর্থবছরের প্রথম দিন থেকে ভ্যাট কার্যকর হবে। ওদিকে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছে, ভ্যাট আদায়ের নির্দেশনা এনবিআর দেয়নি।

১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে মেট্রোরেলের ভাড়া বাড়বে। পাশাপাশি রয়েছে জটিলতাও। বেশিরভাগ টিকিট ইস্যু হওয়ায় নগদ টাকার লেনদেন কম। ভাঙতি সুবিধার্থে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ এর গুণিতক হিসাবে। ভ্যাট আরোপ হলে ২০ টাকার ভাড়া হবে ২৩ টাকা, ৩০ টাকার ভাড়া হবে ৩৪ টাকা ৫০ পয়সা, ১০০ টাকার ভাড়া হবে ১১৫ টাকা। ১০ এর গুণিতক নয়, এমন অঙ্কের ভাড়া ভেন্ডিং মেশিনে আদায়ের সুযোগ নেই। এ সুবিধা চালু করতে হলে পুরো প্রক্রিয়াই বদলাতে হবে। ১০ এর গুণিতক ঠিক রাখতে হলে ভাড়া বাড়বে।

ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। মেট্রোরেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর। গত এপ্রিলে সংস্থাটি জানিয়ে দেয়, মেট্রোরেলের ভাড়ায় জুলাই থেকে ভ্যাট দিতে হবে। ভ্যাট প্রত্যাহারের জন্য ১৯ মে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আধা সরকারিপত্র (ডিও) দেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আজ(রোববার) বিকেল পর্যন্ত ওই চিঠির জবাব আসেনি। সরকার আদায় করতে বললে, ডিএমটিসিএল ভ্যাট আদায় করে এনবিআরকে দেবে। এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নতুন সিদ্ধান্ত না হওয়ায় ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর হবে।