ভোরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের

ভোরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের

প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক: রাজধানীর শনির আখড়ায় একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মো. তামিম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কিশোরের নাম ছাড়া কিছু জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।