ভোর থেকে বিমানবন্দরে অপেক্ষায় বিএনপি নেতাকর্মীরা

ভোর থেকে বিমানবন্দরে অপেক্ষায় বিএনপি নেতাকর্মীরা

প্রথম নিউজ, অনলাইন:  লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা।
তাদের কারো হাতে রয়েছে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার। বিমানবন্দরের সামনের সড়ক সকাল ৮টার আগেই নেতা-কর্মীদের পদচারণায় ভরে উঠেছে।

নেত্রীকে স্বাগত জানাতে শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে এসেছেন ঢাকা উত্তর যুবদল কর্মী জহিরুল ইসলাম। তিনি বলেন, প্রিয়মুখ, প্রিয় নেত্রীর আগমন আমাদের আনন্দ দিচ্ছে।
ভোরেই চলে এসেছি। নেত্রীকে একনজর দেখতে চাই। জানান দিতে চাই আপসহীন দেশনেত্রী, পাশে আছে পুরো দেশ।

কাপাসিয়া থেকে আসা শাহরিয়ার কবির বলেন, ফজরের নামাজ পড়েই রওয়ানা দিয়েছি।
প্রায় তিন মাস নেত্রীর দেখা নেই, অসুস্থ ছিলেন। প্রতিদিন তার জন্য দোয়া-খায়ের করেছি। সৃষ্টিকর্তার মেহেরবানীতে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন, এর চেয়ে বড় কিছু হতে পারে না। আজ সেই আপসহীন নেত্রীকে ফুলেল শুভেচছা জানাতে চাই।

বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে।
নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে।