ভারতে সাজাভোগ করে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

ভারতে সাজাভোগ করে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
ভারতে সাজাভোগ করে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

প্রথম নিউজ, মৌলভীবাজার :  ভারতের শিলচর ডিটেনশন সেন্টারে দীর্ঘ সাজাভোগের পর দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নাগরিক। বুধবার বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে বিএসএফ-বিজিবির উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। তারা হলেন— দিনাজপুরের হাকিমপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের লাইদ আলীর স্ত্রী ইসমত আরা বেগম রেশমা, সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে শিহাব উদ্দিন ও কানাইঘাট উপজেলার পূর্ব বাচেটল গ্রামের মুখলেছুর রহমানের ছেলে রায়হান আহম্মেদ তালুকদার। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্ত পুলিশ ও বিএসএফের হাতে গ্রেফতার হয়ে কারাগারে যায়।
 
বিজিবি ৫২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান ও বিয়ানীবাজার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্টের ইনচার্জ মো. মাসুদুজ্জামান জামান, ভারত থেকে প্রত্যাবাসনকারী ৩ বাংলাদেশি নাগরিককে বিএসএফ ও ভারতীয় সীমান্ত পুলিশের নিকট থেকে গ্রহণ করে তাদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দিয়েছেন।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom