ভারত ভদ্রতার ধার ধারেনি; ‘ফাঁকতালে সেঞ্চুরি করেছে’ জাদেজা-সুন্দর

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ম্যানচেস্টার টেস্ট শেষ হয়ে গেলেও বিতর্ক থামছে না। ম্যাচের পঞ্চম দিনে সেঞ্চুরি করেছেন ভারতের তিন ব্যাটার। খেলা শেষের অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল যে, ম্যাচের ভাগ্যে ড্র লেখা আছে। রবীন্দ্র জাজেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরির আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ড্রয়ের প্রস্তাব দিয়ে হাত বাড়িয়ে দিলেও ভারত তা গ্রহণ করেনি। এবার এই ইস্যুতে ভারতের সমালোচনা কারলেন দক্ষিণ আফ্রিকার সাবেক গতিতারকা ডেল স্টেইন। ড্র বিতর্কে অবশ্য ইংল্যান্ডের সমর্থকের সংখ্যা কম। এমনকী দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবারিজ শামসিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ভারতকে সমর্থন জানান, ‘ভারতের ড্র মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন এত কথা হচ্ছে? তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা তারা গ্রহণ করেনি। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। দুজন সেঞ্চুরি করেছে, তারপর খেলা শেষ হয়েছে। তারা দুজনেই সেঞ্চুরির যোগ্য।’
এই পোস্টের জবাবে স্টেইন লিখেছেন, ‘আমি একটা বিষয় তুলে ধরব, যেটা কেউ বুঝতে পারছে না। ব্যাটাররা সেঞ্চুরির জন্য খেলেনি, ড্রয়ের জন্য খেলছিল। সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। তাহলে যখন সেই লক্ষ্য পূরণ হয়ে গেল, তখনই হাত মিলিয়ে নেওয়া উচিত ছিল। সেই প্রস্তাবই তাদের দেওয়া হয়েছিল। এটাই তো ভদ্রলোকের কাজ। কিন্তু ম্যাচ বাঁচানোর পর তাদের (জাদেজা ও সুন্দর) মনে হলো, ফাঁকতালে সেঞ্চুরিটা করে ফেলা যাক!’
ম্যাঞ্চেস্টারে শেষ দিন ১৫ ওভার খেলা বাকি থাকতে ড্রয়ের প্রস্তাব দেন স্টোকস। তখন জাজেজা ৮৭ ও সুন্দর ৮০ রানে ব্যাট করছেন। তারা প্রস্তাব গ্রহণ না করে খেলা চালিয়ে যান। দুজনেই সেঞ্চুরি করার পর ড্র মেনে নেন। স্টেইন আরও বলেছেন, ‘যদি সেঞ্চুরি করাই লক্ষ্য থাকত, তাহলে শেষ ঘণ্টার আগে তারা একটু আক্রমণাত্মক ব্যাটিং করত। সেটা তারা করেনি। আমার মনে হয়, এটা ক্রিকেটের স্পিরিটের সঙ্গে মানানসই নয়।’