ভারতে একসঙ্গে দুটি পুরস্কার পেলেন শাকিব খান
একটি নয়; সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান
প্রথম নিউজ, ডেস্ক : একটি নয়; সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এতে ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমার জন্য সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন শাকিব খান।
রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন শাকিব নিজেই।
টেলিসিনে অ্যাওয়ার্ড দুটির ছবি পোস্ট করে শাকিব লেখেন— ‘পাসওয়ার্ড (২০১৯) এবং বীরের (২০২০) জন্য সেরা অভিনেতা হিসাবে দুটি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করায় টেলিসিনেকে ধন্যবাদ। যেটা আমাকে বেশি খুশি করেছে সেটি হলো— দুটো সিনেমায় এসকে ফিল্মসের প্রযোজনায়।’
সবাইকে ধন্যবাদ জানিয়ে শাকিব লেখেন— ‘আমার দর্শক এবং পাসওয়ার্ড ও বীরের পুরো টিমকে ধন্যবাদ।’
করোনা মহামারির কারণে পরপর দুবার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়নি। যে কারণে এবার একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন সালের সম্মাননা দেওয়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews