ভারতীয় ১০ ধনকুবেরের তালিকার শীর্ষে মুকেশ আম্বানি

১০ জন ভারতীয় ধনকুবেরের তালিকায় রয়েছেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি

 ভারতীয় ১০ ধনকুবেরের তালিকার শীর্ষে মুকেশ আম্বানি
ভারতীয় ১০ ধনকুবেরের তালিকার শীর্ষে মুকেশ আম্বানি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের ১০ জন ভারতীয় ধনকুবেরের তালিকায় রয়েছেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। তারপরই রয়েছেন আদানি সংস্থার প্রধান গৌতম আদানি। তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজির চেয়ারম্যান শিব নাদার।

ফোর্বসের ২০২২ সালের তালিকায় শীর্ষ তিনের এই নামগুলো গত বছর থেকে অপরিবর্তিত রয়েছে। তথ্য অনুযায়ী, আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯০.‌৭ বিলিয়ন মার্কিন ডলার।

মোট সম্পত্তির দিক থেকে বিচার করলে ভারতের মুকেশ আম্বানি এশিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম। বিশ্বের দশম স্থানে রয়েছেন তিনি। ফোর্বসের তালিকায় আম্বানির পেছনেই রয়েছেন আদানি, যিনি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার।

ভারতের ভ্যাকসিন পায়োনিয়ার সাইরাস পুনাওয়ালা ফোর্বসের তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। তিনি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (‌এসআইআই) প্রতিষ্ঠাতা। তার মোট সম্পত্তির পরিমাণ ২৪.‌৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারত জুড়ে ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ করেছে এই এসআইআই।

ডি-মার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণন দামানি, যিনি গত বছরই একশো ধনকুবেরদের তালিকায় প্রবেশ করেছেন। ভারতে তিনি পঞ্চম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার।

ধনকুবেরদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন আর্সেলর মিত্তল এক্সিকিউটিভ চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল। তার মোট সম্পত্তির পরিমাণ ১৭.‌৯ বিলিয়ন মার্কিন ডলার। এরপর সপ্তম স্থানে রয়েছেন ওপি জিন্দল গ্রুপের সাবিত্রী জিন্দল, আদিত্য বিড়লা গোষ্ঠীর প্রধান কুমার বিড়লা। অষ্টম ও নবম স্থানে রয়েছে সান ফার্মাসিউটিক্যালের প্রধান দিলীপ সাঙ্ঘভি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের এমডি উদয় কোটাক রয়েছেন দশম স্থানে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধনকুবেরদের সংখ্যা গত বছর ১৪০ থেকে বেড়ে রেকর্ড সর্বোচ্চ ১৬৬-এ পৌঁছেছে। দেশটির গত অর্থ বছরে দেখা গেছে, যেখানে ৬০টিরও বেশি সংস্থা সমষ্টিগতভাবে প্রায় ১৫.‌৬ বিলিয়ন মার্কিন ডলার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom