বিয়ের আসরে বর-কনে পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশনসংলগ্ন মেথরপট্টিতে এ ঘটনা ঘটে।

বিয়ের আসরে বর-কনে পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রথম নিউজ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের পৌর এলাকায় হরিজন সম্প্রদায়ে বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার  সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশনসংলগ্ন মেথরপট্টিতে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তিনি বলেন, নিহত যুবক বরপক্ষের ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জানা যায়, কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশনসংলগ্ন মেথর পট্টিতে হরিজন সম্প্রদায়ে বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom