বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরলেন মামা-ভাগিনা
রোববার (৯ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষীরহাট এলাকার বোদা-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
প্রথম নিউজ,পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সবুজ রায় শান্ত (১৮) ও দিপু কুমার রায় (১৭) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অজিত রায় নামে আরও একজন গুরুতর আহত হন।
রোববার (৯ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষীরহাট এলাকার বোদা-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত সবুজ রায় শান্ত সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট এলাকার রিপন কুমার রায়ের ছেলে এবং দিপু রায় আপন দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্রামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
স্থানীয়রা জানান, দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় একটি বিয়ে অনুষ্ঠান শেষে মামা-ভাগিনাসহ তিনজন একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। লক্ষীরহাট এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের ধাক্কায় দিলে সড়কে ছিটকে পড়েন তারা। পরে স্থানীয়রা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে সবুজ রায় ও দিপু র য়ের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে। এদিকে রোববার সসন্ধ্যায় উপজেলা সদরের অমর খানার ইউনিয়নের বোড বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আজহারুল ইসলাম নামে অটোরিকশার এক যাত্রী। সোমবার ভোরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় আহত আজাহারুল ইসলামের মৃত্যুর সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।