বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা চতুর্থ
নিউজ, অনলাইন ডেস্ক: বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ নম্বরে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টা ৫০মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ২৯৭ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এই শহরটির দূষণ স্কোর ২৩৬ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ কেন এত বেশি?
ঢাকায় বায়ুদূষণের মাত্রা ৩০০ এর বেশি হলে মাস্ক পরার পরামর্শ
অনেক উন্নয়ন না করেও মানুষ বাঁচতে পারে, বায়ুদূষণে বাঁচতে পারবেন না
তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ২৩২ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।