বাসের পিছনে ধাক্কা, এডিশনাল এসপিসহ ৫ পুলিশ আহত

রোববার রাত ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের উপজেলার ঝাটুকদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসের পিছনে ধাক্কা, এডিশনাল এসপিসহ ৫ পুলিশ আহত

প্রথম নিউজ, ফরিদপুর: বাসের পিছনে ধাক্কা দিয়ে খুলনা (সার্কেল) এডিশনাল এসপি মো. হামিদুর রহমানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের উপজেলার ঝাটুকদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা হাসপাতাল ও গুরুতর আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, খুলনার এডিশনাল এসপি (সার্কেল) মো. হামিদুর রহমান, একজন এসআই এবং ড্রাইভারসহ ৩ জন কনস্টেবল পুলিশের গাড়িতে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। পথিমধ্যে ঝাটুকদা এলাকায় পৌঁছালে খুলনাগামী ওয়েলকাম পরিবহণের সামনে একটি গাছ ভেঙে পড়ে। পরিবহণটি তখন হার্ড ব্রেক করলে পিছনে থাকা নতুন একটি পুলিশের গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সবাই আহত হয়। 

দুর্ঘটনায় একজন এসআইসহ ৩ জনের অবস্থা আশংকাজনক। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।