রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোেরনে দগ্ধ ৩

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে।

রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোেরনে দগ্ধ ৩

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে গ্যাসলাইন মেরামত করার সময় বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ হলেন- আব্দুর রহিম (৫০), মিম আক্তার (২২) ও আলিফ (লাবিব) (০২)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  দগ্ধ আব্দুর রহমানের ছেলে আল-আমিন জানান, আমাদের বাসা ও দোকান ধুপখোলা বাজারে। বাসার সঙ্গেই দোকান। ওই দোকানে তিতাস গ্যাসের লাইনে মেরামত কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে বাসায় থাকা শিশুসহ তিনজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।  

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, ধুপখোলা বাজারে এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছে। এদের মধ্যে দুই বছরের এক শিশুর রয়েছে। তাদের মধ্যে আব্দুর রহিমের ৩০ শতাংশ, মিম আক্তারের ২০ শতাংশ ও শিশুটির সামান্য কিছু দগ্ধ হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধরা আব্দুর রহিম ও তার মেয়ে মিম আক্তার ও নাতি আলিফ।