বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
চাঁদপুর-কুমিল্লা সড়কে বোগদাদ বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন
প্রথম নিউজ, চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা সড়কে বোগদাদ বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বুধবার ফজরের নামাজের সময় চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ।
নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিবুর রহমান (২৫), চাঁদপুর সদরের ওয়াপদা গেইট এলাকার (স্থায়ী ঠিকানা হরিনা) মৃত ইউসুফ আলী হওলাদারের ছেলে নেছার আহমদ হওলাদার (২৫) ও মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং এলাকার মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহাবুব প্রধানীয়া (৫০)। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার আরোহী ছিলেন।
ওসি জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করবে। এ ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে যেয়ে দ্রুততম সময়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: