বিষপানে বাবা-মেয়ের মৃত্যু
অন্য দুই সন্তান চিকিৎসাধীন আছে।

প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবা নিজেও বিষপান করেন। পরে হাসপাতালে নেওয়া হলে বাবা ও এক কন্যা সন্তানের মৃত্যু হয়। অন্য দুই সন্তান চিকিৎসাধীন আছে।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান। মৃত দুজন হলেন- আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহেনা আক্তার (৮)।
স্থানীয়দের বরাত দিয়ে এএসআই জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। একপর্যায়ে রাতেই স্ত্রী আনোয়ারা তার বাবার বাড়ি চলে যান। ভোরে আনোয়ার হোসেন তার মেয়ে রাহেনা, মাহিমা ও ছেলে জাবেরকে বিষ খাওয়ান। এরপর নিজেও বিষপান করেন। বাড়িতেই রাহেনা ও বাবা আনোয়ারের মৃত্যু হয়।
এএসআই মিজানুর রহমান বলেন, বাবা ও মেয়ের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনো মামলা করেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: