আগামী দুদিন মায়ের কাছে থাকবে শিশুরা: আপিল বিভাগ
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু কন্যাকে আগামী দুইদিন গুলশানে তার মায়ের বাসায় থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
দুই শিশু কন্যাকে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ওই মায়ের করা আপিল শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আজ (রোববার) রাত ১০টা থেকে মায়ের সঙ্গে থাকবে শিশুদুটি। পরবর্তীতে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় আপিল বিভাগে হাজির হতে বলেছেন আদালত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: