বিশৃঙ্খলা এড়াতে চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা
শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার ও রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে
প্রথম নিউজ,নোয়াখালী: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় আজ শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার নানুয়ার দিঘিরপাড় পূজা মণ্ডপে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জের ধরে শুক্রবার ডিবি রোডে অবস্থিত শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার ও রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব পাপ্পু সাহা বলেন, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জের ধরে মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন হামলায় যতন সাহা নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ এমরান জানান, শুক্রবার দুপুরে কুমিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জেরে চৌমুহনী বাজারে মিছিল বের হয়। এক পর্যায়ে চৌমুহনী বাজারের ইসকন মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির, রাধামাধব মন্দির ও বিজয়া দুর্গা মণ্ডপসহ বিভিন্ন দুর্গা মণ্ডপে হামলার চেষ্টা হয়। এসময় পুলিশ বাঁধা দিলে, বৃষ্টির মতো ইটপাটকেল মারা শুরু হয়।
সার্বিক পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সহিংসতা এড়াতে শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews