বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম নিউজ, বাংলাবান্ধা : হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব কালীপূজা উদযাপন ঘিরে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন বন্ধ থাকছে দেশের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা। পূজা উদযাপন উপলক্ষ্যে উভয় দেশের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সভার ভিত্তিতে ৩১ অক্টোবর ও ২ নভেম্বর একই সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকায় তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত চিঠি আমরা গত ১৬ সেপ্টেম্বর দুর্গাপূজার সময় স্থলবন্দর সংশ্লিষ্ট দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আগামী রোববার (৩ নভেম্বর) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

এদিকে কালীপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট।