বাংলাদেশে নির্যাতন বন্ধে দীর্ঘস্থায়ী সংস্কার প্রয়োজন,এইচআরডব্লিউর প্রতিবেদন

বাংলাদেশে নির্যাতন বন্ধে দীর্ঘস্থায়ী সংস্কার প্রয়োজন,এইচআরডব্লিউর প্রতিবেদন

প্রথম নিউজ, অনলাইন:  বাংলাদেশে নির্যাতন বন্ধে দীর্ঘমেয়াদি সংস্কারের ওপর জোর দিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বৃহস্পতিবার এইচআরডব্লিউ ২০২৫ সালের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুমের অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করেছে। অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অধীনে অধিকার লঙ্ঘনের জন্য সংস্কার ও জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে।
গত বছরের জুলাই ও আগস্টে তিন সপ্তাহ ধরে চলা ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ দমন করার জন্য নিরাপত্তা বাহিনীর অত্যধিক ও নির্বিচারে গুলির কারণে হাজারেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়।

এইচআরডব্লিউ তার ৫৪৬ পৃষ্ঠার বৈশ্বিক প্রতিবেদনে ১০০টিরও বেশি দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক তিরানা হাসান প্রতিবেদনের ভূমিকায় লিখেছেন, বিশ্বের বেশির ভাগ সরকার নির্যাতন করেছে এবং অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষ, কর্মী ও সাংবাদিকদের গ্রেপ্তার ও কারারুদ্ধ করেছে।

তিরানা হাসান বলেন, বিশ্বের অনেক দেশে সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনী বেআইনিভাবে বেসামরিক লোকদের হত্যা করেছে।
অনেককে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবং মানবিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে। ২০২৪ সালে বিশ্বে ৭০টিরও বেশি জাতীয় নির্বাচনে স্বৈরাচারী নেতারা তাঁদের বৈষম্যমূলক বক্তব্য এবং নীতির মাধ্যমে জয় লাভ করেছেন।

হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক এবং অধিকারের প্রতি সম্মানপূর্ণ ভবিষ্যতের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। কিন্তু জোরালো প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আন্তর্জাতিক সমর্থন ছাড়া এর অগ্রগতি হারিয়ে যেতে পারে।