বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম নিউজ, ময়মনসিংহ: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার,হামলা,গুম-খুন,পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা,অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর,আত্মীয়-স্বজনদেরও গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ র্যালি করে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইয়াছিন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে ১নং গেইটে এসে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান এবং সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম।মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর স্লোগানে রাজপথ মুখরিত হয়।
মিছিল শেষে ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, "দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার,হামলা,গুম-খুন,পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা করে কিংবা অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর,আত্মীয়-স্বজনদের গ্রেপ্তার ও নির্যাতন করে এই অবৈধ সরকার বাকশাল কায়েম করতে চাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল দেশের গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে সবসময় সোচ্চার রয়েছে। দেশনায়ক তারেক রহমানের ডাকে চলমান অসহযোগ আন্দোলনে জয়ী হয়েই আমরা ঘরে ফিরব,প্রতিষ্ঠাবার্ষিকীতে এই হোক আমাদের অঙ্গিকার।”