বাংলাদেশের জাতীয় নির্বাচন ও সরকার গঠন অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের জাতীয় নির্বাচন ও সরকার গঠন অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

প্রথম নিউজ, অনলাইন : বাংলাদেশে জাতীয় সরকার গঠন বা জাতীয় নির্বাচন কবে হবে—এই প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, এসব পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। 
এ সময় নির্বাচন ও সরকার গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে কি না, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, এটিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বিগত সরকারের সময় চীন কেন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি তা সবারই জানা।’ মাইলস্টোনে চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার বিষয়ে ইয়াও ও‌য়েন বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করবে এবং খুব শিগগিরই কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ঢাকা আসবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, ‘তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র টেকসই সমাধান। এ বিষয়ে চীন, বাংলাদেশ ও মিয়ানমার উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে।’ তবে রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয় ব‌লেও অ‌ভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।