বাংলাদেশকে ৫ ম্যাচেই জেতাতে চান শ্রীরাম

বাংলাদেশকে ৫ ম্যাচেই জেতাতে চান শ্রীরাম
বাংলাদেশকে ৫ ম্যাচেই জেতাতে চান শ্রীরাম

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের ফলাফল আশাব্যঞ্জক নয়। তার ওপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই টাইগারদের। বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ, তা নিয়ে দুশ্চিন্তা আছেই। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের হারে সেই দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।  সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের একটিতেও কি জিতবে বাংলাদেশ? সে প্রশ্নের জবাবে হতাশার ছাপই ফুটবে উত্তরদানকারীর। কাৃৃরণ, নিজেদের দুর্বলতার কথা জেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো লক্ষ্য দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্টের মুখে ফুটল আশার বাণী।  শ্রীধরন শ্রীরামের লক্ষ্য পাঁচ ম্যাচেই জয়। প্রথম রাউন্ড পেরিয়ে আসা নেদারল্যান্ডসকে সুপার টুয়েলভে প্রথম প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ।  এ ম্যাচ ছাড়া বাকি সবগুলোই বেশ শক্ত প্রতিপক্ষ - ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। একটি ম্যাচও জেতা হবে বাংলাদেশের? জবাবে বৃহস্পতিবার ব্রিসবেনে শ্রীরাম বলেন, ‘সম্ভব হলে পাঁচ ম্যাচেই জিততে চাই। সব দলই জেতার জন্য খেলে। তবে আমাদের বাস্তবতা বুঝতে হবে।’ 

অবশ্য এখনই পাঁচ ম্যাচ জয়ের কথা ভাবতে চান না শ্রীরাম।  বললেন, ‘একটি একটি করে ম্যাচ খেলে এগোনো গুরুত্বপূর্ণ। আমরা আগে প্রথম ম্যাচ নিয়ে ভাবব।  ম্যাচের মধ্যেও ভাবতে হবে। ম্যাচের ছোট ছোট অংশ জিততে হবে। একই সঙ্গে পাঁচ ম্যাচ নিয়ে ভাবলে চাপ বাড়বে। একটা করে ম্যাচ ধরে এগোনোই ভালো।’ এদিকে দলে বিগ হিটার নেই। অথচ, বড় মাঠকেই সুযোগ হিসাবে দেখছেন শ্রীরাম। তিনি বলেন, ‘বড় মাঠ আমাদের জন্য সহায়ক হবে। আমাদের ব্যাটাররা গতি কাজে লাগাতে পছন্দ করে। আমাদের পাওয়া হিটার নেই। তারা সঠিক জায়গায় বল মারতে পারে। রানিং বিটউইন দ্য উইকেট ভালো হয়।’  তিনি বলেন, ‘ছেলেরা ইতিবাচক। দারুন কিছু শিখেছে। দলের আবহ দারুন। ড্রেসিংরুমের পরিবেশ চমৎকার।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom