ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদক সহ ১ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদক সহ ১ জন গ্রেপ্তার

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪৫০ বোতল স্কপ সিরাপ, ১২ কেজি গাঁজা ও একটি পুরাতন এ্যাপাচি আরটিআর- ১৬০ সিসি মোটর সাইকেল সহ ১ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ এলাকা থেকে শুক্রবার (২ মে) ২.০৫ ঘটিকায় তাকে আটক করে পুলিশ। আটক ব্যাক্তি উক্ত গ্রামের রোকন উদ্দিন এর ছেলে মোঃ নূরুল হক ভূঁইয়া (৪০)।

এসআই মশিউর রহমান খান তার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হইতে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করতে সক্ষম হয়। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অভিযান পরিচালনা চলমান রয়েছে।