ব্রাহ্মণবাড়িয়ায় চার পরিবহনের সংঘর্ষে নিহত ৩
উপজেলার বুধন্তি ইউনিয়নের গাছতলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বুধন্তি ইউনিয়নের গাছতলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আসাদুল ইসলাম (৪৫)। তার বাড়ি পটুয়াখালী জেলায়। এ ঘটনায় আহত হয়েছন আরও ১০ জন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের গাছতলা এলাকায় সিলেটগামী মডার্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় একটি পিকআপ ভ্যান ও আরেকটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৩ জন মারা যান।
আহত ব্যক্তিদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews