১৯ দিন পর বসেছেন আপিল বিভাগ
আজ ২০ জুলাই সকাল ৯টা ১০ মিনিট থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ চলছে।

প্রথম নিউজ, ঢাকা: অবকাশকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ১৯ দিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টা ১০ মিনিট থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ চলছে। বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন,বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হবে। আজ থেকে আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত থাকবে দেশের সর্বোচ্চ আদালত।
গত ১ জুলাই থেকে অবকাশকালীন ও ঈদের ছুটিতে যান সুপ্রিম কোর্ট। তবে এসময় জরুরি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের কয়েকটি বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালত খোলা ছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews