বরিশাল বিএনপির গণ সমাবেশ শুরু
প্রথম নিউজ, বরিশাল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বিধান পুনরুদ্ধারসহ দলের অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ শুরু হয়েছে।
আজ ৫ নভেম্বর শনিবার বরিশাল বিভাগ গণ-সমাবেশ সকাল ১১ টায় হাফেজ মওলানা আবু নাঈম কোরআন তেলওয়াত-এর মধ্যে দিয়ে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন
বরিশাল মহানগর বিএনপি আহবায়ক
মোঃ মনিরুজ্জামান ফারুক । সঞ্চালনা করছেন বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এডভোকেট আকতার হোসেন মেদুল, বরিশাল উত্তর জেলা বিএনপি
সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।
শুক্রবার থেকে গণপরিবহন ধর্মঘট শুরু হওয়ায় আগেভাগেই সমাবেশস্থল বেলস পার্কে জড়ো হয়েছেন লক্ষাধিক নেতাকর্মী। বিএনপির এই সমাবেশে অংশ নিয়েছেন সাধারণ মানুষও। সমাবেশের দুইদিন আগে থেকেই মাঠে অবস্থান নিয়েছেন অনেকেই। সকলের একই দাবি সরকারের পরিবর্তন। এবং সরকার পরিবর্তনে যেকোনো ত্যাগ করতে প্রস্তুত নেতাকর্মীরা।
এসময় তারা ভোট চোর ভোট শেখ হাসিনা ভোট চোর, ছি ছি হাসিনা লজ্জার বাঁচিনা, মুক্তি মুক্তি মুক্তি চাই- খালেদা জিয়ার মুক্তি চাই, এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবিসহ বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলেছেন।