বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের
প্রথম নিউজ, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৫৮ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতরা হলেন- বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পিয়ারা (৭০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মমতাজ (৬০) ও ভোলা জেলার রোরহানউদ্দিন উপজেলার তারিকুল ইসলাম (৬৫)।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, মৃতদের একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৫৮ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৫২ জন, পটুয়াখালীতে ১০৫ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ৭৫ জন ও ঝালকাঠিতে ১২ জন।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৯ হাজার ৬৩৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৩৪ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২২৫ জন।
ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জাগো নিউজকে বলেন, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এর মধ্যে বরিশালে ৫০ জন, ভোলায় আটজন, বরগুনায় ৫ জন ও পিরোজপুরে সাতজন ও পটুয়াখালীত পাঁচজন।
তিনি আরও বলেন, ডেঙ্গুরোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।