টঙ্গীতে ওষুধ কারখানার গুদামে আগুন
প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগ আলী কাঁঠালবাড়ি রোডে এস কে এফ ফার্মাসিটিউক্যালস নামে এক ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কারখানার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দুপুর ১টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে উত্তরা থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।