বরিশালে আরও ৩৩১ জনের ডেঙ্গু শনাক্ত
প্রথম নিউজ, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩৪৮ জনে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৩৪৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৫৮ জন। সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৭৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৯৫, পটুয়াখালীতে ৭৮ জন, পিরোজপুরে ৬১ জন, ভোলায় ২৬ জন, বরগুনায় ৫৯ জন ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া বিভাগে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৬ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে এগারো জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।