ব্রাজিলে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে প্রাণ গেলো ৫ পর্যটকের
প্রথম নিউজ, ডেস্ক : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে পাথরের দেয়াল ধসে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া হ্রদ বেয়ে যাচ্ছিল বেশ কয়েকটি পর্যটকবাহী নৌকা। এসময় কয়েকদিনের টানা বৃষ্টির জেরে পাহাড়ের খাঁজ থেকে ধসে পড়ে বড় বড় পাথর খণ্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হঠাৎ পাহাড়ের খাঁজ থেকে পাথর খণ্ড পর্যটকবাহী নৌকার ওপরে পড়ায় চিৎকার করছেন পর্যটকরা। অনেকে পাহাড়ের ওপর থেকে চিৎকার করে নৌকাগুলোকে সতর্ক করেন। তাদের বেশিরভাগ সরে যেতে পারলেও তিনটি নৌকা পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টে কিংবা ডুবে যায়। এতে হতাহতের ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর হেলিকপ্টারযোগে অনুসন্ধান চালায় জরুরি বিভাগের কর্মীরা। মিনাস জেরাইসের ফায়ার সার্ভিসের মুখপাত্র পেদ্রো আইহারা জানান, দুর্ঘটনায় সাতজন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারও হাড় ভেঙে গেছে, কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
ফারনাস হ্রদ, যেটি ১৯৫৮ সালে একটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল। সাও পাওলো থেকে প্রায় ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) উত্তরের এই অঞ্চল একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতি সপ্তাহে পাঁচ হাজারের মতো পর্যটক ঘুরতে যান সেখানে। এছাড়া ছুটির দিনে বেড়াতে যান অন্তত ৩০ হাজার মানুষ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: