ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে আর্জেন্টিনা  

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে আর্জেন্টিনা  

প্রথম নিউজ, ডেস্ক : লাতিন অঞ্চলের অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের কথা এলে তাতে ব্রাজিলেরই রাজত্ব। আগের সবগুলো আসরেই শিরোপা জিতেছে তারা। এবার অবশ্য নতুন ইতিহাস গড়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে তারা বয়সভিত্তিক টুর্নামেন্টটির প্রথম শিরোপা ঘরে তুলেছে।

প্যারাগুয়ের প্যারাগুয়েনা অলিম্পিক কমিটি স্টেডিয়ামে মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালটি ছিল রোমাঞ্চকর। প্রথমার্ধে ১২ মিনিটে গোল করে এগিয়ে ছিল ব্রাজিল। গোলটি করেছেন আন্দ্রেয়া। পিছিয়ে পড়া আলবিসেলেস্তে ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। এই অর্ধের ১২ মিনিটে বেত্তেনির গোলে আসে সমতা। এই গোলটিতেই আর্জেন্টিনা পাল্টা আক্রমণের রসদ পেয়ে যায়। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে জয়সূচক গোলটি এনে দেন কাসকো।

অন্যান্য ম্যাচে ভেনেজুয়েলা কলম্বিয়াকে ৫-১ গোলে হারিয়ে তৃতীয়স্থান অর্জন করেছে। স্বাগতিক প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে পেরু।