বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১০
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের ওড়িশায় দুই বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। গঞ্জাম জেলার দিগাপাহান্ডি শহরের কাছে সোমবার (২৬ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
সরকারি সূত্র জানায়, বেরহামপুর থেকে আসা প্রাইভেট বাসটির সঙ্গে রায়গড়া জেলার গুদারি থেকে আসা ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ওএসআরটিসি) একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেরহামপুরের পুলিশ সুপার (এসপি) সারাভানা বিবেক এম বলেন, ‘আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি একটি মুখোমুখি সংঘর্ষ। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের দল এবং স্থানীয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, নিহত ও গুরুতর আহত সবাই প্রাইভেট বাসে ছিলেন। তারা বেরহামপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
গুরুতর আহত ৬ জনকে বেহামপুরের এমকেসিজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় জড়িত দুটি বাসের একটির চালক চিকিৎসাধীন থাকলেও অন্য বাসের চালককে খুঁজছে বলে জানিয়েছে পুলিশ।