ব্যবসায়ী আলতাফকে ছেড়ে দিয়েছে পুলিশ

শনিবার দিবাগত রাত ৩টায় গুলশান-২ এর ১১৫ নম্বর সড়কস্থ বাড়ি থেকে তাকে পুরনো একটি মামলায় আটক করে পুলিশ।

ব্যবসায়ী আলতাফকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রথম নিউজ, অনলাইন: প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ এম. আলতাফ হোসেনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টায় গুলশান-২ এর ১১৫ নম্বর সড়কস্থ বাড়ি থেকে তাকে পুরনো একটি মামলায় আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয়। 

আলতাফ হোসেন সম্প্রতি তার বাসায় একটি নৈশভোজের আয়োজন করেন। সেখানে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই ভোজে বিএনপির বেশ কয়েকজন নেতা ও সরকারের একজন মন্ত্রীও অংশ নেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী মানবজমিনকে রাতে বলেন, একটি মামলার সন্দেহভাজন আসামি হিসাবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।